কম দামে ভালো ক্যামেরা ফোন বাংলাদেশের বাজারে - Samsung Galaxy A03 Price In Bangladesh

কম দামে ভালো ক্যামেরা ফোন বাংলাদেশের বাজারে - Samsung Galaxy A03 Price In Bangladesh
Samsung Galaxy A03 Price In Bangladesh

বাংলাদেশের বাজারে চমৎকার ক্যামেরা ফোন লঞ্চ হলো Samsung Galaxy A03 যা কম বাজেটে ভালো একটি  ক্যামেরা ফোন ।


2022 এর প্রথমে বাংলাদেশে বাজারে লঞ্চ হওয়া চমৎকার ক্যামেরা স্মার্টফোন যা বাজেটের একটি সেরা ক্যামেরা ফোন Samsung Galaxy A03 । কাজেই সাড়া ফেলে দিয়েছে স্মার্টফোনের বাজারে Samsung এর এই মডেলের স্মার্টফোনটি।


এই বাজেটে অ্যান্ড্রয়েড 11, UnisocT606 (12nm) যা ভালো একটি প্রসেসর গেমিং পারফর্মেন্স ও ভালো , 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, 48 মেগাপিক্সেল এর দুইটি ক্যামেরা,5000 mah এর ব্যাটারি সাথে থাকছে 10ওয়ার্ডের  ফাস্ট চার্জার  সহ রয়েছে আরো অনেক চমকপ্রদ ফিচার।


এত ভালো ক্যামেরা স্মার্টফোন টির দাম মাত্র 11হাজার 999 টাকা যার রেম 3GB ও রম 32GB  ফোনটি একটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে।


চলুন জেনে আসি এই বাজেটের Samsung Galaxy A03 স্মার্টফোনটির সকল বিস্তারিত সম্পর্কে।


Samsung Galaxy A03



দাম:

Samsung Galaxy A03 মোবাইল টির দাম মাত্র 11999 টাকা। যা এই বাজেটের সেরা ক্যামেরা ফোন। 

প্রসেসর:

Samsung Galaxy A03 স্মার্টফোনটিতে UnisocT606 (12nm) যা ভালো একটি প্রসেসর গেমিং পারফর্মেন্স ও ভালো। এতে CPU হিসেবে রয়েছে Octa-core CPU যার গিগাহার্জ 1.6, GPU হিসেবে রয়েছে Mali-G71।


স্টোরেজ:

Samsung Galaxy A03 ফোনটি একটিমাত্র ভেরিয়েন্ট এ লঞ্চ হয়েছে। রেম 3GB ও রম 32GB স্টোরেজ


ডিসপ্লে :

এর ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5ইঞ্চি ডিসপ্লে যা HD+ (720x1600) pixels (270ppi) রেজুলেশন এর। যা একটি PLS TFT এর টাচস্ক্রিন। ডিসপ্লেতে থাকছে মাল্টিটাস্কিং।

ক্যামেরা :

Samsung এর  ফোনটির ক্যামেরা সেকশনে আছে দুইটি ক্যামেরা সেটআপ। সামনে রয়েছে 5MP এর সেলফি ক্যামেরা,  রেয়ার  এ রয়েছে 48MP, 2MP এ আই লেন্স ও 1.8 ডেপ সেনসর full HD+রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। আরো রয়েছে অটোফোকাস, নাইট মোড। 


কানেক্টিভিটি : 

Samsung Galaxy A03 ফোনটির কানেকটিভিটিতে রয়েছে 2g, 3g, 4g নেটওয়ার্কের সুবিধা। স্মার্টফোনটিতে একসাথে দুইটি ন্যানো সিম কার্ড এবং একটি এসডি কার্ড  ব্যবহার এর সুবিধা রয়েছে। ফোনটিতে আরো  OTG সাপোর্টও রয়েছে।


সিকিউরিটি সেকশন :

Samsung Galaxy A03 স্মার্টফোনটিতে দেয়া হয়নি ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম কিন্তু থাকবে ফেইস আনলক।


অপারেটিং সিস্টেম:

Samsung Galaxy A03 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।


কালার :

Samsung Galaxy A03 স্মার্টফোনের বাংলাদেশ ভেরিয়েন্ট এ তিনটি কালার রয়েছে ।

  • কালো 

  •  নীল

  • লাল 

স্মার্টফোনটি এই তিনটি  কালারে বাংলাদেশের সব মোবাইল দোকানে পাওয়া যাবে।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url