Tecno Spark 8c বাংলাদেশের বাজারে 12 হাজার টাকায় সেরা মোবাইল ফোন

Tecno Spark 8c বাংলাদেশের বাজারে 12 হাজার টাকায় সেরা মোবাইল ফোন
 Tecno Spark 8c

Tecno Spark 8c বাংলাদেশের বাজারে 12 হাজার টাকায় সেরা মোবাইল ফোন

 

বাংলাদেশের বাজারে কম দামে অবিশ্বাস্য সব ফিচার নিয়ে লঞ্চ হলো Tecno Spark 8c যা 12 হাজার টাকা বাজেটে সেরা স্মার্টফোন।


2022 এর ফেব্রুয়ারীতে  লঞ্চ হয় ভালো ভালো ফিচার নিয়ে এই স্মার্টফোনটি যা বাজেটের একটি সেরা স্মার্টফোন Tecno Spark 8c। কাজেই সাড়া ফেলে দিয়েছে স্মার্টফোনের বাজারে Tecnor এই মডেলের স্মার্টফোনটি।


এই বাজেটে Unisoc T606 যা বাজারের নতুন এবং ভালো একটি প্রসেসর গেমিং পারফর্মেন্স ও ভালো, 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে, 12 মেগাপিক্সেল এর  দুইটি ক্যামেরা,5000 mah এর ব্যাটারি সাথে থাকছে 10 ওয়ার্ডের ফাস্ট  চার্জার ,ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90hz রিফ্রেশ রেট সহ রয়েছে আরো অনেক চমকপ্রদ ফিচার।


এত ভালো  ফিচার দেয়া স্মার্টফোন টির দাম মাত্র 11 হাজার 999 টাকা যার রেম 3GB ও রম 64GB ভেরিয়েন্ট  আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যার রেম 4GB ও রম 128GB যার দাম 12999 টাকা।


চলুন জেনে আসি অল্প বাজেটের Tecno Spark 8c  স্মার্টফোনটির সকল ফিচার এর বিস্তারিত সম্পর্কে।


Tecno Spark 8c দাম:

মোবাইলটি দুইটি ভেরিয়েন্ট এ পাওয়া যায়

  • 11,999  টাকা দামে পাওয়া যাবে (3/64GB)

  • 13,999  টাকা দামে পাওয়া যাবে (4/128GB)


Tecno Spark 8c প্রসেসর:

Tecno Spark 8c স্মার্টফোনে রয়েছে Unisoc T606 (12nm) যা নতুন এবং ভালো একটি প্রসেসর গেমিং পারফর্মেন্স ও ভালো। এতে CPU হিসেবে রয়েছে Octa-core CPU, GPU হিসেবে রয়েছে Mali-G57।


Tecno Spark 8c স্টোরেজ:

Tecno Spark 8c ফোনটিতে দুইটি ভেরিয়েন্ট রয়েছে যার সাথে থাকবে 3GB ভার্চুয়াল রেম


  • রেম 3GB ও রম 64GB ভেরিয়েন্ট  আরেকটি

  • রেম 4GB ও রম 128GB ভেরিয়েন্ট


Tecno Spark 8c ডিসপ্লে :

Tecno এর ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6ইঞ্চি ডিসপ্লে যা HD+ রেজুলেশন এর। যা একটি আইপিএস এলসিডি প্যানেল এর টাচস্ক্রিন। ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90Hz এর স্মুথ রিফ্রেশ রেট।


Tecno Spark 8c ক্যামেরা :

ক্যামেরা সেকশনে আছে দুইটি ক্যামেরা সেটআপ। সামনে রয়েছে 8MP এর সেলফি ক্যামেরা,  রেয়ার  এ রয়েছে 13MP, 2MP এর Ai lens যা দিয়ে full HD+রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। আরো রয়েছে অটোফোকাস ।


Tecno Spark 8c কানেক্টিভিটি : 

Tecno Spark 8cফোনটির কানেকটিভিটিতে রয়েছে 2g, 3g, 4g নেটওয়ার্কের সুবিধা। স্মার্টফোনটিতে একসাথে দুইটি ন্যানো সিম কার্ড এবং একটি এসডি কার্ড  ব্যবহার এর সুবিধা রয়েছে। ফোনটিতে OTG সাপোর্টও রয়েছে।


সিকিউরিটি সেকশন :

Tecno Spark 8cস্মার্টফোনটিতে পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম ও ফেইস আনলক।


Tecno Spark 8c অপারেটিং সিস্টেম:

Tecno Scpark 8 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন ( HiOS 7.6) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।


Tecno Spark 8c কালার :

Tecno Scpark 8 স্মার্টফোনের বাংলাদেশ ভেরিয়েন্ট এ চারটি কালার রয়েছে ।

  • ফিরোজা

  • কালো

  •  আইরিশ বেগুনি

  •  ডায়মন্ড গ্রে 

স্মার্টফোনটি এই চারটি কালারে বাংলাদেশের সব মোবাইল দোকানে পাওয়া যাবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url