দেশি ব্র্যান্ড Walton নিয়ে এলো অবিশ্বাস্য ফিচার সম্পন্ন একটি স্মার্টফোন

দেশি ব্র্যান্ড Walton নিয়ে এলো অবিশ্বাস্য ফিচার সম্পন্ন একটি স্মার্টফোন
Walton S8 Mini

দেশি ব্র্যান্ড Walton নিয়ে এলো অবিশ্বাস্য ফিচার সম্পন্ন একটি স্মার্টফোন 

স্মার্টফোনের বাজারে দিন দিন বেড়েই চলেছে স্মার্টফোনের চাহিদা আর কোম্পানিগুলো ক্রেতার চাহিদা গুলো মেটাতে নিয়ে আসছে নতুন নতুন মডেলের চমৎকার কিছু স্মার্টফোন যা চাহিদা পূরণে ভূমিকা রাখছে। তেমনি আমাদের দেশি Walton ব্র্যান্ডও নিয়ে এলো চমৎকার সব বিচার সম্পন্ন একটি স্মার্টফোন Walton S8 Mini।


Waltonনিয়ে এলো বাংলাদেশের বাজারে Walton S8 Mini নতুন মডেলের স্মার্টফোন । Walton এই বাজেটে প্রথম কোন ফোনে snapdragon এর প্রসেসর ব্যবহার করল। 


2022এর এপ্রিল এ লঞ্চ হলো Walton S8 Mini স্মার্টফোনটি ।

ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 11(VSmart OS), থাকবে Qualcomm snapdragon 665 4G যা একটি যথেষ্ট ভালো প্রসেসর, ক্যামেরায়  পিছনে থাকবে 16মেগাপিক্সেল এর  চারটি  ক্যামেরা সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ,6.53 ইঞ্চি Full HD+ রেজুলেশন IPS মাল্টিটাস্কিং ডিসপ্লে ।


ব্যাটারি তে থাকছে 5000Mah সাথে থাকবে 18W ফাস্ট চার্জার,  রেম 4/6GB  এবং রম 64GB স্টোরেজ ,সিকিউরিটি সেকশনে থাকবে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেস আনলক। ফোনটির দাম বাংলা অফিশিয়াল 13999টাকা। তবে প্রি অর্ডার  করলে পাবেন মাত্র 12499 টাকায় অফারটি  কিছুদিনের জন্য।  



চলুন জেনে আসি Walton S8 Mini চমৎকার ফিচার ,প্রিমিয়াম এবং প্রসেসর সম্পূর্ণ ফোনটির বিস্তারিত সম্পর্কে ।

Walton S8 Mini price in bd

Walton S8 Mini এর দাম:

Walton S8 Mini ফোনটির দাম 13999টাকা (4GB/64GB)। 


Walton S8 Mini প্রসেসর: 

Walton S8 Mini স্মার্টফোনটিতে  প্রসেসর  সেকশন  এ থাকবে Qualcomm snapdragon 665 4G যা একটি যথেষ্ট ভালো প্রসেসর, CPU হিসেবে থাকবে Octa-Core (2.0GHz) এবং GPU এ থাকবে Adreno 610।


Walton S8 Mini ক্যামেরা:

Walton S8 Miniফোনটি  ক্যামেরায় থাকছে  পিছনে চারটি ক্যামেরা সেটআপ  মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল,8 মেগাপিক্সেল আল্ট্রায়াইড, 2মেগাপিক্সেল ডেপ্ত, 2মেগাপিক্সেল  ম্যাক্রো সেন্সর এবং সামনে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 4K 30FPS রেজুলেশনে সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে।


Walton S8 Mini ডিসপ্লে:

ডিসপ্লে সেকশনে থাকছে 6.53  ইঞ্চির Full HD+ IPS প্যানেল মাল্টিটাস্কিং যার রেজুলেশন 1080 x 2340 pixels।

Walton S8 Mini স্টোরেজ:

Walton S8 Miniফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট এ থাকছে  রেম 4GB/6GB  এবং 64GB রম।  


Walton S8 Mini কানেক্টিভিটি:

Walton S8 Miniফোনটির কানেক্টিভিটি তে থাকছে 2g,3g,4g, নেটওয়ার্কিং  সুবিধা।


Walton S8 Mini সিকিউরিটি:

Walton S8 Mini সিকিউরিটি সিস্টেমে থাকছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেস আনলক।


Walton S8 Mini অপারেটিং সিস্টেম:

Walton S8 Mini অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11(VSmart OS) ।


Walton S8 Mini কালার:

Walton S8 Mini ফোনটি তিনটি কালার ভেরিয়েন্ট এর রয়েছে 

  • স্টোন হোয়াইট

  • ব্ল্যাক

  • ফরেস্ট গ্রীন  

এই তিনটি কালার Walton S8 Mini এ স্মার্টফোনটি বাংলাদেশের সকল মোবাইল দোকানে পাওয়া যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url