Upcoming Vivo ব্যান্ডের এই প্রথম ফোল্ডিং স্মার্টফোন Vivo X Fold 5G আসছে বাজারে
Upcoming Vivo X Fold
অন্যান্য কোম্পানির মত Vivo নিয়ে আসছে বাজারে ফোল্ডিং স্মার্টফোন Vivo X Fold যা দেখতে চমৎকার এবং অস্থির সব ফিচার রয়েছে এই স্মার্টফোনে। Vivo X Fold নিয়ে আসছে অস্থির ক্যামেরা সেটআপ যা 2022 এর ফোল্ডিং ফোন সেরা ক্যামেরা সেটআপ হবে।
Vivo X Fold এ ক্যামেরায় পিছনে থাকছে 4 টি ক্যামেরা সেটআপ থাকছে 5-জি নেটওয়ার্ক সাপোর্ট। প্রসেসরে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1 যা 5 জি পাওয়ারফুল একটি প্রসেসর। থাকছে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট আনলক, ব্যাটারি 4600 Mah সাথে থাকছে 66W ফাস্ট চার্জিং, থাকছে এমুলেট Foldable LTPO ডিসপ্লে,আরো রয়েছে 120 Hz রিফ্রেশ রেট ।
চলুন জেনে আসি Vivo ফোল্ডিং স্মার্টফোনটি সকল বিস্তারিত সম্পর্কে।
Vivo X Fold |
Vivo X Fold এর দাম
ফোনটির দাম এখনো জানা যায়নি।
Vivo x Fold ক্যামেরা:
Vivo X Fold এর ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা , 8মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো , 12 মেগাপিক্সেল টেলিফটো ,48 মেগাপিক্সেল আল্ট্রায়াইট যা একটি অস্থির ক্যামেরা সেটআপ। সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Vivo X Fold ডিসপ্ল :
Vivo X Fold তে থাকছে Foldable LTPO AMOLED, HDR+, 120Hz রিফ্রেশ রেট এর 8.03ইঞ্চির ডিসপ্লে যা 1916x 2160 Pixes ( 360 PPi density) cover display। যা একটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে ।
Vivo X Fold প্রসেসর:
প্রসেসর সেকশনে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1 (4nm) যা 5 জি পাওয়ারফুল একটি প্রসেসর। CPU এ থাকছে Octa-Core (4x1.8 GHz Cortex- A510) ,GPU Adreno 730।
Vivo X Fold স্টোরেজ:
Vivo X Fold স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্ট রয়েছে রেম 12GB ও রম 256GB এবং রেম12GB ও রম 512GB স্টোরেজ থাকছে না কার্ড সলোট ।
Vivo X Fold কানেক্টিভিটি:
কানেক্টিভিটি তে থাকছে 2g,3g,4g এবং 5g নেটওয়ার্ক সাপোর্ট ।
Vivo X Fold সিকিউরিটি:
সিকিউরিটি সেকশনে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেস আনলক ।
Vivo X Fold অপারেটিং সিস্টেম:
Vivo X Fold এ থাকছে Android 12, Origin OS Ocean অপারেটিং সিস্টেম ।
Vivo X Fold কালার:
Vivo X Fold ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে
কালো
নীল