Upcoming Vivo ব্যান্ডের এই প্রথম ফোল্ডিং স্মার্টফোন Vivo X Fold 5G আসছে বাজারে


Vivo x fold

স্মার্টফোনের বাজারে দিন দিন বেড়েই চলেছে স্মার্টফোনের চাহিদা আর কোম্পানিগুলো ক্রেতার চাহিদা গুলো মেটাতে নিয়ে আসছে নতুন নতুন মডেলের চমৎকার কিছু স্মার্টফোন যা চাহিদা পূরণে ভূমিকা রাখছে। তেমনি Vivo  নিয়ে আসতে চলেছে  ফোল্ডিং জগতের Vivo X Fold 5G।

Upcoming Vivo X Fold 

অন্যান্য কোম্পানির মত Vivo নিয়ে  আসছে বাজারে  ফোল্ডিং স্মার্টফোন Vivo X Fold যা দেখতে চমৎকার এবং অস্থির সব ফিচার রয়েছে  এই স্মার্টফোনে। Vivo X Fold নিয়ে আসছে অস্থির ক্যামেরা সেটআপ  যা 2022 এর  ফোল্ডিং ফোন সেরা ক্যামেরা সেটআপ হবে।


Vivo X Fold এ ক্যামেরায়  পিছনে থাকছে 4 টি ক্যামেরা সেটআপ থাকছে 5-জি নেটওয়ার্ক সাপোর্ট।  প্রসেসরে থাকছে  Qualcomm Snapdragon 8 Gen 1  যা 5 জি পাওয়ারফুল একটি প্রসেসর। থাকছে  ডিসপ্লেতে  ফিঙ্গারপ্রিন্ট  আনলক,  ব্যাটারি 4600 Mah সাথে থাকছে  66W  ফাস্ট চার্জিং,  থাকছে  এমুলেট Foldable LTPO ডিসপ্লে,আরো রয়েছে  120 Hz রিফ্রেশ রেট ।


চলুন জেনে আসি Vivo ফোল্ডিং স্মার্টফোনটি সকল বিস্তারিত সম্পর্কে।


Vivo X Fold


Vivo X Fold এর দাম

ফোনটির দাম এখনো জানা যায়নি


Vivo x Fold ক্যামেরা:

Vivo X Fold এর ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা , 8মেগাপিক্সেল পেরিস্কোপ  টেলিফটো , 12 মেগাপিক্সেল টেলিফটো ,48 মেগাপিক্সেল  আল্ট্রায়াইট  যা একটি অস্থির ক্যামেরা  সেটআপ। সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা


Vivo X Fold ডিসপ্ল :

Vivo X Fold তে থাকছে  Foldable LTPO AMOLED, HDR+, 120Hz রিফ্রেশ রেট এর 8.03ইঞ্চির  ডিসপ্লে যা 1916x 2160 Pixes ( 360 PPi density) cover display।  যা একটি  ট্যাব  হিসেবেও ব্যবহার করা যাবে ।

 

Vivo X Fold প্রসেসর:  

প্রসেসর সেকশনে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1 (4nm) যা 5 জি পাওয়ারফুল একটি প্রসেসর। CPU এ থাকছে Octa-Core (4x1.8 GHz Cortex- A510) ,GPU Adreno 730

 

Vivo X Fold স্টোরেজ:

Vivo X Fold স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্ট রয়েছে রেম 12GB ও রম 256GB এবং রেম12GB ও রম 512GB স্টোরেজ থাকছে না  কার্ড সলোট


Vivo X Fold কানেক্টিভিটি: 

কানেক্টিভিটি তে থাকছে  2g,3g,4g এবং 5g  নেটওয়ার্ক  সাপোর্ট

 

Vivo X Fold সিকিউরিটি:

 সিকিউরিটি সেকশনে রয়েছে  ডিসপ্লে  ফিঙ্গারপ্রিন্ট  আনলক এবং ফেস আনলক


Vivo X Fold অপারেটিং সিস্টেম: 

Vivo X Fold এ থাকছে Android 12, Origin OS Ocean অপারেটিং সিস্টেম


Vivo X Fold কালার:

Vivo X Fold   ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে

  • কালো 

  • নীল


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url