ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন 2022

 ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন

সহজে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন




ফেসবুকের পাসওয়ার্ড এমন একটা জিনিস যা সবার সাথে শেয়ার করা যায় না| কেননা ফেসবুকে আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে| অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডি বন্ধুবান্ধবরা বেশি খুলে দেয়, পরে আমরা তা পরিবর্তন করে কিভাবে সেটা জানি না বিধায় পরিবর্তন করতে পারি না আজকে আমরা জানবো কিভাবে খুব সহজ নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়|








প্রথমে চলে যাব মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিন আসার পর উপর দিকে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবো একটি প্রোফাইল সেখানে একটা কিস দেব ক্লিক দেওয়ার পর দেখতে পাবো আরো একটি অপশন এসেছে





সেটিং এন্ড প্রাইভেসিতে এটাতে ক্লিক করব| ক্লিক করার পর দেখব




সেটিংস অপশনটি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে একটা ক্লিক করবে|





সেটিং এ ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবো সিকিউরিটি এন্ড লগইন নামে একটি অপশন সেটাতে ক্লিক দেবো





সিকিউরিটি এ ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারব চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন সেখানে ক্লিক করব







এখানে দেখতে পাচ্ছেন মার্ক করা অপশন টি সেখানে আপনি আপনার আগের পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর





নিচে যে অপশন দুটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে নিচের দিকে দেখতে পাবেন আপডেট পাসওয়ার্ড নামে একটি অপশন সেটা তো একটা ক্লিক দিবেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড টি খুব সহজে পরিবর্তন হয়ে যাবে|











Next Post Previous Post
No Comment
Add Comment
comment url