মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধান ( Mobile network troubleshooting )
মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান
আজকে আমরা জানবো কিভাবে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা সমাধান করব | আমরা সকলেই নেটওয়ার্কের অনেক সমস্যা ফেস করি, নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য আজকের এই পোষ্ট আজকের এই পোষ্ট পড়ার পরে আমার মনে হয় আর আমাদের সমস্যাটি ফেস করতে হবে না চলুন দেখে আসি কি সেই উপায়|
নেটওয়ার্ক সমস্যার সমাধা: প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে সেটিং এ চলে যাবেন, সেটিং এ আসার পর দেখতে পাবেন Sim Cards Mobile Networks নামে একটি অপশন|
Sim Cards Mobile Networks এ আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন,Prefered Network Type নামে একটি অপশন এখানে একটি ক্লিক দিবেন|
,Prefered Network Type ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনার ফোন অনুযায়ী Netwoark |
আপনার ফোন অনুযায়ী যাচ্ছে Netwoark | সিলেক্ট করে তারপর দেখতে পাবেন আর একটি অপশন,
এখান থেকে3G সিলেক্ট করবেন
3G সিলেক্ট করার পর আর দেখতে পাবেন Use Volte নামে একটি অপশন, এই অপশনটি অফ করে দিবেন| এটি অফ করে দেয়ার পর আমিও আশা করি, আপনার যে নেটওয়ার্কের সমস্যা সেটি 80%-90% পর্যন্ত ঠিক হয়ে যাবে| এবার আপনারা প্রশ্ন করতে পারেন | আমার ফোন তো4G তাহলে আমি কেন 3G সিলেক্ট করব বা3G করলে আমার তো ইন্টারনেট, চালাতে সমস্যা হবে| এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনার ইন্টারনেট চালাতে সমস্যা| কিন্তু আপনি চাইলে একটি কাজ করতে পারেন| যখন ফোনে কথা বলবেন তখন3G সিলেক্ট করবেন| আর যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন4G সিলেক্ট করবেন | এছাড়া আমার মধ্যে আর কোন উপায় আছে বলে আমি মনে করিনা| তবে আপনি চাইলে এই কাজটি একবার করে দেখতে পারেন|