কিভাবে মোবাইলে ভাইরাস দূর করবেন
কিভাবে মোবাইলে ভাইরাস দূর করবেন
কিভাবে মোবাইলে ভাইরাস দূর করবেন |
ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ:
আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে আপনি যে জিনিসটা নোটিশ করবেন সেটা হচ্ছে যে স্বাভাবিকের চেয়ে বেশি ডাটা খরচ হওয়া| মনে করুন 1GB দিয়ে আপনি যতটা সময় ফেসবুক, ইউটিউব, ইত্যাদি চালাতেন| দেখবেন যে তার অর্ধেক সময় আপনার ডাটা শেষ হয়ে যাচ্ছে| তখন আপনাকে বুঝতে হবে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে| আরো একটি লক্ষণ হল আপনি আপনার ফোন দিয়ে কোন কাজ করছেন, দেখবেন সেই কাজটি খুব আস্তে আস্তে কাজ করছে| এতে করে বুঝবেন আপনার ফোনটি ভাইরাস আক্রান্ত| আরো দেখবেন যে আপনার ব্যাটারি ব্যাক~আপ আগের থেকে অনেকটা কমে গেছে| তখন বুঝবেন যে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত|
কিভাবে মোবাইলের ভাইরাস মুক্ত করবেন:
রিসেন্টলি আপনি কোন অ্যাপ ইন্সটল করেছেন কিনা সেটি আপনার ফোনের জন্য অস্বাভাবিক কিছু কিনা সেটা ইন্সটল করার পর আপনার ফোনের গতি কমে গেছে কিনা যদি এমনটা হয়ে থাকে তাহলে সাথে সাথে আনস্টল করে ফেলবেন দ্বিতীয়তঃ আপনি কোন স্ট্যাবল এন্টিভাইরাস অ্যাপ দিয়ে স্ক্যান করে নিবেন স্ক্যান করে নেওয়ার পরও যদি ওই একই সমস্যাগুলো সমাধান না হয় তাহলে কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে|
কার্যকরী পদক্ষেপ:
এখন আপনি যেটা করবেন ভাইরাস থেকে আপনার ফোনটি রক্ষা করার জন্য, এজন্য আপনি আপনার ফোনের সেটিং এ আসবেন সেটিং এ আসার পর অ্যাপ নামে একটা অপশন দেখতে পাবেন
কার্যকরী পদক্ষেপ2:
ফ্যাক্টরিতে আসার পর নিচের দিকে দেখবেন Erase All Data সেখান থেকে সরাসরি রিসেট করে নিবেন| রিসিভ করলে যেটি হবে সেটি হল| আপনার ফোনে কোন প্রকার ভাইরাস থাকবে না| আপনি মার্কেট থেকে যেরকম কিনে এনেছিলেন ঠিক সেইরকম হয়ে যাবে এতে করে আপনার ফোনে ভাইরাস থাকার কোন চান্স নেই| ফ্যাক্টরি রিসেট করার পর আপনার সব রকমের অ্যাপস জিমেইল এক কথায় আপনার ফোন মেমোরিতে, যাহা কিছুই থাকুক না কেন সবকিছু ডিলিট হয়ে যাবে তার জন্য আপনাকে রিসেট দেওয়ার পূর্বে যে কথাটি স্মরণ রাখতে হবে আপনার ফোন মেমোরিতে থাকা সমস্ত ডকুমেন্ট সরিয়ে নিয়ে মেমোরিতে রাখতে হবে'
আপনার ফোনের সেটিং এ আসবেন সেটিং এ আসার পর সার্চ করে লিখবেন রিসেট ফ্যাক্টরি