কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর স্পিড বাড়াবেন
কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর স্পিড বাড়াবেন
| কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর স্পিড বাড়াবেন |
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই এর স্পিড বাড়াবেন এবং আরো বুঝতে পারবেন যে আপনার ওয়াইফাই কেউ হ্যাক করে চালাচ্ছে কি না এবং বুঝতে পারবেন যে ওয়াইফাই অপারেটর আপনার সঙ্গে প্রতারণা করছে কিনা|
নম্বর 1: রাউটারের স্পিড বাড়ানোর জন্য শুরুতেই, রাউটারের যে ফাম ওয়ে রয়েছে সেটি আপডেট করে নিতে হবে| তার জন্য রাউটারের একটি সুনিদৃষ্ট আইপি অ্যাড্রেস থাকে যেটা আপনার নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন| আইপি অ্যাড্রেস পাওয়ার পরে, সেই আইপি এড্রেসটি যদি আপনার ইউ আর এল এ গিয়ে লিখে এন্টার প্রেস করেন| তাহলে আপনার সামনে আসবে ইউজারনেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি অপশন| ডিফল সাধারণ প্রত্যেকটা রাউটারের থাকে এডমিন এবং পাসওয়ার্ড ও হয়ে থাকে এডমিট|
এবার দেখতে পারবেন আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, সেখানে দেখতে পারবেন প্যারেন্টস অফ কন্ট্রোল, নামে একটা লেখা, সেখানে একটা ক্লিক দিবেন সেখানে ক্লিক দেওয়ার পর অ্যাডভান্স নামে একটা অপশন চলে আসবে| সেই অ্যাডভান্স এ একটা ক্লিক দেবেন অ্যাডভান্স এ ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সিস্তেম টুলস নামে| সেখানে ক্লিক করলে, সেখানে দেখতে পারবেন সাম আওয়ার আপডেট, সেখানে একটা ক্লিক দিবেন তারপর চেক ফর আপডেট, সেখান থেকে দেখতে পারবেন আপনার রাউটার আপডেট করা আছে কিনা যদি আপডেট, করা থাকে তাহলে কিছু করা লাগবে না, আর যদি আপডেট না করা থাকে তাহলে আপডেট করে নিতে হবে যদি আপনি আপডেট করেন তাহলে আপনার রাউটার স্পিড অনেক বেশি হবে|
নম্বর2: আপডেট সম্পন্ন হওয়ার পর আপনার রাউটার রিসেট করে নিতে হবে| তার জন্য আপনার রাউটারের যে পাওয়ার কানেকশন বা ইলেকট্রিক পাওয়ার সিস্টেম আছে সেটি এক থেকে দুই মিনিট বন্ধ রাখতে হবে তাহলে আপনার রাউটার রিসেট হয়ে যাবে | যখন আমরা একটি রাউটার অনেক দিন ব্যবহার করি তখন অনেকদিনের ভার্চুয়াল ডাটা সেটা কিন্তু জমা হয়ে থাকে,| তার কারণে আপনার স্পিড কমে যায় যখন আমরা রিসেট দেই তখন ভার্চুয়াল ডাটা থাকে না| যার কারণে অনেক স্পিড বেড়ে যায়|
নম্বর3: তারপর আপনাকে যেটা করতে হবে,গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ফিং নেটওয়াক টুলস| সেটি ইন্সটল করতে হবে, ইনস্টল করার পর আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পারবেন স্ক্যান ফর ডিভাইস এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার রাউটারের আন্ডারে কতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে এই মুহূর্তে তখন আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারের সাথে কেউ চুরি করে বা হ্যাক করে কোন ডিভাইস কানেক্ট আছে কিনা| যদি কানেক্ট থাকে থাকে তাহলে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এতে করে আপনার রাউটারের স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যাবে| যদি আপনি অনেক হার্ড পাসওয়ার্ড দেন তাহলে অন্য কেউ কানেক্ট করতে পারবে না, যার কারনে আপনার নেট অনেক স্পিডে থাকবে|
[ ফিং নেটওয়াক টুলস|
নম্বর4: তিনটা কাজ করার পরেও যদি ওয়াইফাই স্পিড না বাড়ে | তাহলে আপনি যেটা করতে পারেন আপনার ওয়াইফাই এর যে ক্যাবল রয়েছে মানে যেটা হচ্ছে সেটআপ বক্স থেকে আপনার বাসা পর্যন্ত আসছে, সেটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে কেননা ওয়াইফাই অপারেটর অনেক সময় যে ক্যাবলটি দেয় সেটি ফ্রী হওয়ার কারণে অনেক কম দামী কেবল দেয় যার কারণে প্রথম অবস্থায় অনেক ভালোই স্পিড দিলেও পরে তা আস্তে আস্তে কম স্পিড হয়ে যায় । এর কারণে আপনি যেটা করবেন আপনার নিজের টাকা দিয়ে অবশ্যই বাজার থেকে ভালো একটি কেবল কিনে এনে লাগাবেন|
নম্বর5: আগের পদক্ষেপ এর পরেও যদি স্পিড না বাড়ে তাহলে আপনাকে, ডুয়েল ব্রান্ডের রাউটার ব্যবহার করতে হবে| সিঙ্গেল ব্রান্ডের রাউটার থেকে ডাবল ব্রান্ডের রাউটারের স্পিড অনেক গুণ বেশি থাকে, আর সব থেকে বড় কথা সিঙ্গেল রাউটার থেকে ডাবল ব্রান্ডের রাউটার খুব একটা দামে কমবেশি না যদি আপনার স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই ডাবল ব্রান্ডের রাউটার ব্যবহার করতে|
নম্বর6 : এতকিছু করার পরও যদি না বারে তাহলে বুঝতে হবে ওয়াইফাই অপারেটর আপনাকে সঠিক এমবিবিএস দিচ্ছে না, কেননা যদি আপনি ফাইভ এমবিবিএস নেন তাহলে আপনার যেরকম স্পিড থাকার কথা সে রকম না থাকতে পারে এক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট থেকে; ওয়াইফাই স্পিড টেস্ট করা যায় যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন; আসলে আপনি কত এমবিবিএস ফোনে পাচ্ছেন বা আপনার টোটাল কত এমবিপিএস রাউটার এ আসছে| এক্ষেত্রে স্পিড টা একদম একুরেট হয়না তারপরও আপনি' ভালো একটা আইডিয়া পাবেন;| যে আপনার অপারেটর আপনাকে কত এমবিবিএস দিচ্ছে|
নম্বর7: সবকিছু শেষে আর একটা কথা হল যে দেখা গেল যে, আপনার রাউটারের অনেক মেম্বার, আপনার রাউটারের স্প্রিট 5এমবিবিএস| যদি আপনার স্পিড অনেক বেশি প্রয়োজন হয় তাহলে আপনি 3 এমবিবিএস নিজে নিবেন এবং বাকি 2 এমবিপিএস অন্যসব মেম্বারকে দিবেন| তাহলে আপনি ভালো স্পীড পাবেন| আশা করি উক্ত পদক্ষেপের মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিরিট অনেক বেশি হবে|
