পুরনো স্মার্টফোনের কিছু স্মার্ট ব্যবহার | Smart use of old smartphones

পুরনো স্মার্টফোনের কিছু স্মার্ট ব্যবহার | Smart use of old smartphones
স্মার্টফোনের কিছু স্মার্ট ব্যবহার



পুরনো স্মার্টফোনের কিছু স্মার্ট ব্যবহার 

Smart use of old smartphones

পুরনো স্মার্টফোন ফেলে দেওয়া হয় আর হাজার হাজার স্মার্টফোন তৈরি করে নির্মাতারা্। কাজেই কয়েকবছর পর এগুলোও বাতিলের খাতায় চলে যায়। আপনার ঘরেও হয়তো দু-একটি পুরনো ফোন রয়েছে যা কোনো কাজে লাগে না আপনি চাইলেই পুরনো ফোনগুলো বিভিন্ন কাজে লাগাতে পারেন।

 1.সিসি.ক্যামেরা
আপনার জানালা বা বাড়ির ভিতরে বাড়ির বাইরে বিশেষ কোন স্থানে স্মার্ট ফোন টাকে সিসি ক্যামেরার মত ব্যবহার করতে পারেন। চার্জে লাগিয়ে ক্যামেরা অন করে রেখে দিন। এর জন্য শুধুমাত্র একটি ip webcam app লাগবে।

2.গাড়ির জিপিএস
নতুন কোনো স্থান বা পুরোনো কোন স্থান জিপিএস ডিভাইস হিসেবে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন।  ফোনটি গাড়ির মধ্যে লাগিয়ে রাখুন ফোনে এ হেয়ার ইউ গো বা গুগোল ম্যাপ এর মত একটা অ্যাপস ইন্সটল করতে হবে।

3.ডিজিটাল ফটো ফ্রেম
এমন কোন বাড়ী নেই যেখানে ছবি বাঁধাই করে রাখা হয় না। পুরনো বাতিল স্মার্টফোনটিকে ডিজিটাল ফটো ফ্রেম বানিয়ে ফেলা সম্ভব চার্জে লাগিয়ে পরিবারের যত ছবি স্লাইড ভিউ দিয়ে রাখুন। একের পর এক ছবি পর্দায় ভেসে উঠবে।

4.মিডিয়া সার্ভার
আপনার যত মাল্টিমিডিয়া কনটেন্ট রয়েছে তা পুরানো যন্ত্রে সংরক্ষণ করে রাখতে পারেন। গান ভিডিও অন্যান্য তথ্য রেখে দিন ফোন ফেলে না দিয়ে। এটাকে মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

5.রিমোট কন্ট্রোল
যদি আপনার স্মার্টফোনে আই আর ব্লাস্টার থাকে তবে এটা কে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন। টিভি এবং এসির রিমোট হিসেবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন।

5.রিমোট 5

3.ডিজি

নতুন কোনো

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url