Best Upcoming Smartphones 2022
স্মার্টফোনের চাহিদা দিন দিন দীগুণ গতিতে বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর দারুন সব ফিচার সম্পন্ন স্মার্টফোন মার্কেটে নিয়ে আসছে কোম্পানী গুলো। ২০২২ সালের প্রথম দিকেই মার্কেটে আসবে প্রায় সব কোম্পানির দারুন কিছু ফোন। যাদের প্রধান আকর্ষন হবে 5জি এবং ফোল্ড । চলুন দেখে নেই কোন কোন ফোন মার্কেটে আসতে যাচ্ছে ২০২২ সালে-
- Huawei P50 Pocket
- Samsung Galaxy S21 FE
- OnePlus 10 Pro
- Nokia X50
- Oppo Find X4
- Samsung Galaxy S22 family
- Honor Magic V
- Google Pixel 6a
- Huawei Mate 50 Pro
- Google Pixel Fold
- Apple iPhone SE 2 Plus
- Xiaomi 12
OnePlus 10 Pro specifications
2021 কে দেখেই বোঝা যাচ্ছে 2022 সালে হতে যাচ্ছে ফোল্ড ফোনের সময় অর্থাৎ 2022 সালে আমরা দারুন দারুন কিছু ফোল্ডিং ফোন দেখবো । ঠিক সেই কথাটাকে মাথায় রেখে হুয়াওয়ে 2022 সালের প্রথমেই মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন ফোল্ড ফোন P50 Pocket। চারটি দেখতে এক কথায় অসাধারণ ইতিমধ্যেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ফোনটি যেমনি একদিক থেকে হতে চলেছে বেশ পাওয়ারফুল এবং অন্যদিক থেকে হতে চলেছে কম্প্যাক ও স্টাইলিশ। বোঝায় যাচ্ছে মার্কেটে ফোল্ডিং ফোনের দখল নিতে চলেছে P50 Pocket.